লোহাগাড়ায় শাহআলম হত্যাকাণ্ডের প্রধান আসামি লাভলু গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের লোহাগাড়ায় ব্যবসায়ী শাহআলমকে কুপিয়ে হত্যার অভিযোগে থানায় দায়েরকৃত হত্যা মামলার প্রধান আসামি শাহনেওয়াজ লাভলুকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

- Advertisement -

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে চন্দনাইশ উপজেলার দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -google news follower

গ্রেপ্তার লাভলু লোহাগাড়া উপজেলার আধুনগরের ৮ নম্বর ওয়ার্ডের ঘটিয়ার পাড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে।

এর আগে ১২ সেপ্টেম্বর ব্যবসায়ী শাহ আলমকে কুপিয়ে হত্যা করে লাভলু। ঘটনার ২দিন লোহাগাড়া থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী পারভীন আক্তার।

- Advertisement -islamibank

এতে শাহনেওয়াজ লাভলুকে প্রধান এবং তার দুই ছেলে মারুফ-মাহিম ও স্ত্রী খতিজা বুলবুলকে আসামি করা হয়। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিলেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, ব্যবসায়ী শাহ আলম হত্যা মামলার মূল আসামি লাভলুকে গতকাল রাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় টিম লোহাগাড়া। তাকে আজ সকালে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ