চট্টগ্রামের পটিয়ায় বাইক থেকে ছিটকে পড়ে দ্রুতগতির একটি কাভার্ডভ্যানের নিচে চাপা পড়ে এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।
আহত নারীর নাম তাৎক্ষনিক জানা যায়নি। তবে তার বাড়ি উপজেলার জিরি ইউনিয়নের কৈয়গ্রাম এলাকায় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গুরুতর আহত ওই নারীকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠায় ফায়ার সার্ভিস।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাইয়ের সাথে মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন বোন। জঙ্গলখাইন ইউনিয়ন পরিষদের সামনে এলে হঠাৎ বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ভাই।
ভয়ে বোনটি বাইক থেকে ছিটকে সড়কে পড়ে যান। এসময় দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের নিচে তার পা চাপা পড়ে। ঘটনাস্থলেই পা টি বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহায়তায় ওই নারীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান।
এদিকে দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানটি চালকসহ পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে গাড়ি ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।