চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডে ফলাফল জালিয়াতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নগরীর মুরাদপুরে বোর্ড কার্যালয়ে প্রবেশ করেন দুদক কর্মকর্তারা।
অভিযানকালে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন দুদক টিম। পাশাপাশি তারা ফলাফলের বিভিন্ন নথি খতিয়ে দেখছেন বলে জানা গেছে।
দুদকের চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, ফলাফল জালিয়াতির অভিযোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।