ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় ভেসে গেছে মদিনার রাস্তাঘাট। রোববার (২৭ জানুয়ারি) শুরু হওয়া ভারি বৃষ্টিপাত ও ধূলিঝড় অব্যাহত ছিল সোমবারও (২৮ জানুয়ারি)।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চল। বন্যার কারণে শহরের বড় বড় রাস্তা ও স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।
দেশটির সিভিল ডিফেন্স জানিয়েছে, তারা তাবুক ও আল জউফ থেকে ৬৫ এবং দুবার পশ্চিমাঞ্চল থেকে ৩৭ জন বন্যাকবলিত মানুষকে উদ্ধার করেছে। এসব এলাকার মানুষ অস্থিতিশীল আবহাওয়া মোকাবেলা করছে।