আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থানার রাইখালীতে দুর্বৃত্তের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন।
নিহতেরা হলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সদস্য মংসিনু মারমা (৪০) ও তার বন্ধু মোঃ জাহিদ (৩২)।
সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।
চন্দ্রঘোনা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল পৌনে ৪টার দিকে রাইখালীর কারিগর পাড়ার মাসিং মারমার চা-এর দোকান সংলগ্ন ফরেস্ট অফিসের সামনে মংসিনু মারমা ও মোঃ জাহিদ অবস্থান করছিল। এসময় সশস্ত্র বন্দুকধারীরা মংসিনু মারমা ও তার বন্ধু মোঃ জাহিদকে ব্রাশফায়ার করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মংসিনু মারমা আগে জনসংহতি সমিতির (সন্তু লারমা) গ্রুপের সদস্য ছিলেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের আগে সে জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপে যোগ দেন। এ ঘটনার জেরে প্রতিশোধ নিতেই হত্যার ঘটনা ঘটে থাকতে পারে বলে তিনি মন্তব্য করেন।