মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলে জুনু করিমকে (৩৫) একমাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুহুল আমিনের ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড প্রদান করেন।
জুনু হাটহাজারী পৌর এলাকার পশ্চিম দেওয়ান নগরের শালু মেম্বার বাড়ির মৃত জহুর আহাম্মদের ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত জুনু করিম ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ নিজ মা ও স্ত্রীকে মারধর করে আসছিল। বুধবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটালে জুনুর মা ইউএনও’র কাছে একটি লিখিত অভিযোগ করেন এবং তাদের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ এসে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে হাজির করে। এসময় জুনু আদালতের কাছে তার অপরাধ স্বীকার করলে আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ব্যাপারে ইউএনও রুহুল আমিন বলেন, কারাদণ্ডপ্রাপ্ত জুনুর মায়ের অভিযোগ পেয়ে তাকে মাদকাসক্ত অবস্থায় আটক করে পুলিশ। এরপর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।