ভাষার মাসে নগরের কদমতলীতে শহীদ মিনারের উদ্বোধন করা হয়েছে। বুধবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কদমতলী আবেদীয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই শহীদ মিনারের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় ভাষা সৈনিকদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন মেয়র।
এসময় মেয়র বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ট নেতৃত্বে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলনে সফলতা এসেছে। ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের ঋণ কখনো শোধ হবার নয়, যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, ততদিন জাতি ভাষা শহীদদের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
জানা যায়, নগরের ২৮নং পাঠানটুলি এলাকায় কদমতলী আবেদীয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এলাকার মানুষ যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলতো। সেই জায়গায় স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে শহীদ মিনার নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে ১ লাখ ৭০ হাজার টাকা।
অনুষ্ঠানে ২৮নং পাঠানটুলি ওয়ার্ডের কাউন্সিলর মো. আবদুল কাদেরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বেলাল আহম্মেদ, আবদুল মান্নান ফেরদৌস, মো. আলী, দিদার উল্লাহ দিদার, শাহাজান সাজু, তোফাজ্জল হোসেন অপু, ওবাইদুল কবির মিন্টু, স্কুলের প্রধান শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা।