লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী থেকে ১০০ কেজি জাটকা ও ২০ হাজার মিটার কারেন্টজালসহ ১১ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।
রোববার (২৪ ফেব্রুয়ারি) ভোররাতে রায়পুরের হাজিমারা পুরানবেড়িঁ এলাকার মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রায়পুর উপজেলা নির্বাহী অফিসার শিল্পী রানী রায় এ তথ্য নিশ্চিত করে জয়নিউজকে বলেন, ১০০ কেজি জাটকা ও ২০ হাজার মিটার কারেন্টজালসহ ১১ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।
পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতে তারা তাদের দোষ স্বীকার করেন। এসময় আদালত ৬ জনকে অর্থদণ্ডসহ ৫ জেলেকে এক মাস করে কারাদণ্ড দেন।
রায়পুর থানার ওসি এ কে এম আজিজুর রহমান জয়নিউজকে বলেন, স্থানীয় ও পুলিশের সহযোগিতায় ১০০ কেজি জাটকা ও ২০ হাজার মিটার কারেন্টজালসহ ১১ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়েছে। এর মধ্যে ৬ জনকে অর্থদণ্ডসহ ৫ জনকে এক মাস করে প্রত্যেককে কারাদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত। পরে দুপুরে সাজাপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। এছাড়া অন্যদের অর্থদণ্ড করে ছেড়ে দেওয়া হয়েছে।