পাকিস্তান থেকে নিজ দেশ ভারতে ফিরেছেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ৫৮ ঘণ্টা পাকিস্তানের কবজায় থাকার পর শুক্রবার (১ মার্চ) রাতে তাঁকে ভারতের হাতে তুলে দেয় পাকিস্তান।
দেশের মাটিতে পা রাখার পরই অভিনন্দনের প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘ফিরতে পেরে খুব ভালো লাগছে’।
গত ২৭ ফেব্রুয়ারি পাক সেনার হাতে আটক হন অভিনন্দন। এরপর ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কোনো শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে অভিনন্দনকে। আন্তর্জাতিক মঞ্চ থেকেও চাপ আসতে শুরু করে পাকিস্তানের উপর।
এদিকে বিচক্ষণতার পরিচয় দিয়ে পাক প্রধানমন্ত্রী ইমরান খান ঘোষণা করলেন, ‘অভিনন্দনকে ছেড়ে দেওয়া হবে।’ শান্তির বার্তা দিতেই নাকি এই সিদ্ধান্ত নিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী।
জয়নিউজ/হিমেল