‘বাংলাদেশ বর্তমানে শুধুমাত্র ইলিশ মাছ আর জামদানি শাড়ির দেশ নয়, বাংলাদেশ এখন সব ধরনের পণ্য উৎপাদনকারী দেশ।’
মঙ্গলবার (১২ মার্চ) বিকেল ৪টায় হোটেল আগ্রাবাদে দি বেঙ্গল চেম্বারের প্রতিনিধির সঙ্গে চট্টগ্রাম উইম্যান চেম্বারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বেঙ্গল চেম্বারের ট্রেড প্রমোশন অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট কমিটি ও এক্সিবিশন অ্যান্ড ট্রেড ফেয়ার কমিটির সচিব উৎপল রায় একথা বলেন।
তিনি বলেন, সমগ্র ভারতজুড়ে চীনের উৎপাদিত পণ্য প্রায় ৮৯ দশমিক ৮৭ শতাংশ। সেখানে বাংলাদেশের পণ্যের বাজার মাত্র ৭ দশমিক ২৩ শতাংশ। সুতরাং পার্শ্ববর্তী দেশ হিসেবে ভারতে যাতে বাংলাদেশি পণ্যের চাহিদা আরো বৃদ্ধি পায় সেই লক্ষ্যে বাংলাদেশের ব্যবসায়ী ও ব্যবসায়ী সংগঠনগুলোকে আরো কার্যকর ভূমিকা রাখা দরকার।
উইম্যান চেম্বারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মোস্তফার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পরিচালক রেবেকা নাসরিন, নিশাত ইমরান, রোজিনা আক্তার লিপি, মোস্তারী মোর্শেদ স্মৃতি, প্রাক্তন ভাইস-প্রেসিডেন্ট আইভি হাসান ও সদস্য সাবিনা কাইয়ুম।
জয়নিউজ/ফয়সাল/বিশু