আগামী ২৬ মার্চ থেকে এপ্রিল পর্যন্ত একগুচ্ছ কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট ।
নতুন নির্বাচনের দাবি ও সরকারের বিভিন্ন ‘অব্যবস্থাপনার’ বিরুদ্ধে ঐক্যফ্রন্ট মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালন করবে।
শুক্রবার (২২ মার্চ) বিকেলে রাজধানীতে ঐক্যফ্রন্টের অস্থায়ী কার্যালয়ে শীর্ষ নেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
এ প্রসঙ্গে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না জানান, গ্যাসের মূল্য বৃদ্ধি, নিরাপদ সড়ক, উপজেলা ও ডাকসু নির্বাচনে অব্যবস্থাপনা এবং সামগ্রিকভাবে নির্বাচনে ছিনতাই করা ও দেশে অর্থনৈতিক বৈষম্যের প্রতিবাদে ৩০ মার্চ বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও ৩১ মার্চ বেলা তিনটায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে হবে আলোচনা সভা। এরপর এপ্রিল মাসজুড়ে বিভাগীয় শহরে কর্মী-সমাবেশ ও গণশুনানির মতো কর্মসূচি পালন করা হবে। বিভাগীয় কর্মসূচির পর জেলা পর্যায়েও একই কর্মসূচি পালিত হবে।
ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন গণফোরামের মোস্তফা মোহসীন মন্টু, সুব্রত চৌধুরী, বিএনপির আব্দুল মঈন খান ও কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী।