শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কোটি টাকার ৯৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমসের কর্মকর্তারা।
সূত্র জানায়, মঙ্গলবার (৯ এপ্রিল ) সকাল ১০টার দিকে ওমানের মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি ১২২) যাত্রী দিদারুল আলমের (৩৫) কাছ থেকে এ স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন প্রায় ১১ কেজি।
কাস্টমসের ডেপুটি কমিশনার নূর উদ্দিন মিলন জয়নিউজকে জানান, মাসকাট থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ১০ কোটি টাকা মূল্যের স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে।
ইমিগ্রেশন শেষ হওয়ার পর দিদারুল আলম স্ক্যানিং মেশিনে তার ব্যাগ না দিয়ে অন্যস্থানে চলে যায়। তার গতিবিধি সন্দেহ হওয়ায় তার সঙ্গে থাকা ব্যাগ চেক করলে ৯৬টি স্বর্ণের বার পাওয়া যায়। কালো কসটেপের মধ্যে মোড়ানো ছিল এ স্বর্ণ ।
দিদারুল আলমের বাড়ি রাউজান উপজেলায়। পতেঙ্গা থানায় এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
প্রসঙ্গত, সোমবার (৮ এপ্রিল) চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩ কেজি ৪০০ গ্রাম স্বর্ণের বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।