পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ২৪

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটায় বোমা বিস্ফোরণে ২৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৩০ জন।

- Advertisement -

শুক্রবার (১২ এপ্রিল) সকালে কোয়েটার হাজারগাঞ্জি এলাকায় হাজারা সম্প্রদায়কে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -google news follower

পুলিশ জানিয়েছে, কোয়েটা শহরের একটি খোলাবাজারে শক্তিশালী বোমা বিস্ফোরণে ২৪ জন নিহত হয়। আহত হয় ৩০ জন। নিহতদের মধ্যে ৭ জন হাজারা সম্প্রদায়ের লোক বলে জানা গেছে। বাকিদের মধ্যে একজন সীমান্তরক্ষী বাহিনীর সদস্যও রয়েছেন।

পুলিশ প্রধান আবদুর রাজ্জাক চেমা জানিয়েছেন, একটি আবাসিক এলাকার কাছে শুক্রবারের ওই বোমা হামলা চালানো হয়েছে। এখানে নিগৃহীত হাজারা সম্প্রদায়ের লোকজন বাস করে।

- Advertisement -islamibank

তিনি জানান, হতাহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলেও জানান তিনি।

জয়নিউজ/আরসি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM