মহান মে দিবস আজ

মহান মে দিবস আজ। এবারের মে দিবস পালিত হচ্ছে ‘শ্রমিক মালিক ঐক্যগড়ি, উন্নয়নের শপথ করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে।

- Advertisement -

মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ১৮৮৬ সালের এই দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করেছিলেন। অনেকে জীবন উৎসর্গ করেছিলেন। তাদের সেই আত্মত্যাগকে স্মরণ করে সারা বিশ্বে ১ মে ‘মে দিবস’ হিসেবে পালন করা হয়।

- Advertisement -google news follower

রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রীয়ভাবে দিনটি উদযাপন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করছে। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

মে দিবস উপলক্ষে জাতীয় ছুটির এই দিনে জাতীয় পত্রিকাসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ও টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান ও টকশো সম্প্রচার করছে।

জয়নিউজ/জুলফিকার
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM