উপকূলীয় এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য শুক্রবার (৩ মে) সকাল থেকেই মাইকিং শুরু করেছে জেলা প্রশাসনের একাধিক টিম।
জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তোহিদুল ইসলাম বলেন, ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ জায়গাগুলো থেকে সকলকে সরে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে।
তিনি আরো বলেন, বিভিন্ন সংস্থার কর্মীরা জনসাধারণকে সরিয়ে নিতে শুরু করেছে। সেইসঙ্গে সেনাবাহিনী, কোস্টগার্ড, ফায়ার সার্ভিস, নৌ-পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে।
জয়নিউজ/হিমেল/আরসি