কাট্টলীতে খুনের বিচার দাবিতে সড়ক অবরোধ

নগরের আকবরশাহ থানার উত্তর কাট্টলীতে সন্ধ্যা রানী (৬০) নামে এক বৃদ্ধা হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। এর ফলে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়। এসময় প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

- Advertisement -

শনিবার (১১ মে) বিকাল ৪টায় বিক্ষোভকারীরা সিটি গেইট এলাকায় বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দুই পাশে অবস্থান করে। পরে আকবরশাহ থানা পুলিশ বিক্ষোভকারীদের খুনির সুষ্ঠ বিচারের আশ্বাস দিয়ে বিকাল ৫টায় যান চলাচল স্বাভাবিক করে।

- Advertisement -google news follower

জানা যায়, শুক্রবার (১০ মে) সন্ধ্যায় কাট্টলীর কালীবাড়ি এলাকায় সত্যজিৎ (৩৫) হঠাৎ ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে সবাইকে। এসময় সন্ধ্যা রানী নামে একজন নিহত ও ৭ জন মারাত্মকভাবে আহত হয়। এরমধ্যে গুরতর আহত অবস্থায় ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা রানীকে মৃত ঘোষণা করে।

স্থানীয় বাসিন্দা সিপু বিশ্বাস জয়নিউজকে বলেন, সত্যজিৎ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত ইয়াবাসহ নানান মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং সে নিজেও মাদকাসক্ত। তার এসব অপকর্মের জন্য কয়েকবার লিখিত অভিযোগ দিলেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। যার ফল হিসেবে শুক্রবারের ঘটনাটা আমাদের দেখতে হলো। আমরা এ ঘটনার বিচার চাই।

- Advertisement -islamibank

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন জয়নিউজকে বলেন, কাট্টলীর কালীবাড়ি এলাকায় সত্যজিৎয়ের হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। আমরা সত্যজিৎকে শুক্রবার আটক করেছি।

তিনি আরো বলেন, স্থানীয় জনতা আজ (শনিবার) মাদক ব্যবসায় বাধার জের ধরে এ হত্যা- এমন অভিযোগ এনে বিচারের দাবিতে সড়ক অবরোধ করে। পরবর্তীতে আমরা টিম পাঠিয়ে স্থানীয়দের শান্ত করে যান চলাচল স্বাভাবিক করি।

জয়নিউজ/রিফাত/শহীদ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM