‘পার্বত্য এলাকায় গুণগত শিক্ষা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ’

পার্বত্য এলাকায় কর্মমূখী ও গুণগত শিক্ষা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। অদক্ষ শিক্ষক নিয়োগদান, বিদ্যালয়ের অবকাঠামো, দুর্গম এলাকায় জনসাধারণের অসচেতনতা হিসেবে এ চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান বাধা হিসেবে মনে করছেন স্থানীয় গুণীজনরা।

- Advertisement -

সোমবার (২৭ মে) রাঙামাটির জুরাছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত দিনব্যাপী কর্মশালায় স্থানীয় গুণীজনরা এ মন্তব্য করেন।জুরাছড়ির পার্বত্য জেলা পরিষদের বিশ্রামাগারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, থানা অফিসার ইনচার্জ মো. মাহাবুবুল হাই ও মৈদং ও দুমদুম্যা ইউপি চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

কর্মশালায় উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রেক্টর মো. মোরশেদুল আলমের ধারা সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান।

- Advertisement -islamibank
জয়নিউজ/সুমন্ত/বিশু

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM