লাইসেন্সপ্রাপ্ত চালকদের দিয়েই গাড়ি চালানোর অনুরোধ তথ্যমন্ত্রীর

দুর্ঘটনা কমিয়ে আনার লক্ষ্যে লাইসেন্সপ্রাপ্ত চালকদের দিয়েই গাড়ি চালানোর জন্য পরিবহন মালিকদের অনুরোধ জানিয়েছেন তথ্যমন্ত্রী ডা. হাছান মাহমুদ।

- Advertisement -

শনিবার ( ১ জুন) সন্ধ্যায় বৃহত্তর চট্টগ্রাম পণ্য পরিবহন মালিক ফেডারেশনের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

- Advertisement -google news follower

দুর্ঘটনা কমিয়ে আনতে পরিবহন মালিকদের যথাযথ তদারকি আহ্বানও জানান মন্ত্রী।

অনুষ্ঠানে পরিবহন মালিক নেতারা চট্টগ্রামে পরিবহন ব্যবস্থা আরও সহজতর ও আধুনিকায়নের লক্ষ্যে ট্রাক টার্মিনাল নির্মাণের দাবি জানান। তারা এক্ষেত্রে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

- Advertisement -islamibank

এ প্রসঙ্গে হাছান মাহমুদ বলেন, দেশের অর্থনৈতিক চাকাকে সচল রাখার ক্ষেত্রে বন্দর থেকে সঠিক সময়ে পণ্য পৌঁছে যাওয়া অতীব গুরুত্বপূর্ণ। বন্দরে ট্রাকের টার্মিনাল সমস্যা দূরীকরণে দুটি টার্মিনালের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যানজট কমে যাওয়ার পাশাপাশি বন্দরে পরিবহন প্রবেশ ও যথাসময়ে গন্তব্য পোঁছে যেতে সহায়ক ভূমিকা রাখবে।

ফেডারেশনের সভাপতি মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা ছিলেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, সিএমপি কমিশনার মাহাবুবর রহমান, চট্টগ্রামের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন।

জয়নিউজ/পার্থ/বিশু
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM