ফিফটি করে কলিন ডি গ্র্যান্ডহোমের বলে উইকেটকিপারের কাছে ক্যাচ দিয়ে ফিরেছেন সাকিব আল হাসান (৬৪)। এর আগে সাকিবের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে সাজঘরে ফেরেন মুশফিকুর রহিম (১৯)।
৩০.২ ওভার শেষে ৪ উইকেটে ১৫১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ (১) ও মোহাম্মদ মিথুন (১১)।
এর আগে দুই ওপেনারের ব্যাটে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। আট ওভারেই তামিম-সৌম্য তুলে নেন ৪৫ রান।
তবে সেই ভালো শুরুটা ভালো থাকেনি বেশি সময়। ২৫ বলে ২৫ রান করে ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে ফিরেছেন সৌম্য।
এরপর তামিমও টেকেননি বেশিক্ষণ। ব্যক্তিগত ২৪ রানে লকি ফার্গুসনের বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে ফিরেছেন তামিম।
বুধবার (৫ জুন) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ দল।
এদিকে দিনের অপর ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা পরস্পরের মোকাবিলা করছে।