গরিবের পেটে লাথি মারার বাজেট: সুফিয়ান

২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে গরিবের পেটে লাথি মারার বাজেট হিসেবে মন্তব্য করেছেন নগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ান।

- Advertisement -

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে জয়নিউজের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

- Advertisement -google news follower

আবু সুফিয়ান বলেন, এই বাজেট কোনোভাবেই গণমুখী নয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের উপর ভ্যাটের হার বসানোর কারণে দেশের দরিদ্র জনগোষ্ঠী সবচেয়ে বেশি ভুক্তভোগী হবে। বিশেষ করে মোবাইল কথা বলায় খরচ বাড়ানো এবং পোশাক তৈরি ও বিক্রির উপর ১০% কর বসানোর এ বাজেটে সাধারণ জনগণ ভুক্তভোগী হবেই।

তিনি বলেন, বড় বড় প্রকল্পগুলোতে হরিলুট চলছে। এরপরও এসব প্রকল্পে বড় আকারের অর্থ বরাদ্দ দিয়ে বড় বড় দুর্নীতির ফাঁদ বসিয়েছে সরকার। আর এ ফাঁদ পেতে সরকারি দলের অনেকে আঙ্গুল ফুলে কলা গাছ হবেন।

জয়নিউজ/এসআর/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM