নগরের পতেঙ্গা এলাকায় অপরিশোধিত তরল বর্জ্য কর্ণফুলী নদীতে ফেলার অভিযোগে বে ফিশিং করপোরেশনকে ৩ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) শুনানি শেষে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক জরিমানার টাকা নির্ধারণ করেন।
পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্ত বলেন, সোমবার মহানগর কার্যালয়ের কর্মকর্তারা বে ফিশিংয়ে অভিযান পরিচালনা করেন। প্রতিষ্ঠানটিকে মঙ্গলবার চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ে উপস্থিত থাকতে নোটিশ দেওয়া হয়।
অভিযানে পরিশোধনাগার থেকে অপরিশোধিত তরল বজ্য কর্ণফুলী নদীতে ফেলে নদী দূষণের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়।
এসআই/জয়নিউজ