সোয়া দুই কোটি শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন ‘এ’

দেশব্যাপী সোয়া দুই কোটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। শনিবার (২২ জুন) সকাল ৮টায় এ ক্যাম্পেইন শুরু হয়েছে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ক্যাপসুল খাওয়ানোর এই কার্যক্রম চলবে বিকাল ৪টা পর্যন্ত।

- Advertisement -

দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভ্রাম্যমাণ কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, ফেরিঘাট, ব্রিজের টোল প্লাজা, বিমানবন্দর, রেল স্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান নিয়েছে। বিকাল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্রগুলো খোলা থাকবে।

- Advertisement -google news follower

দুর্গম এলাকায় ক্যাম্পেইন সফল করার জন্য পরবর্তী ৪ দিন বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন মনিটরিংয়ে প্রতিটি উপজেলা, জেলা ও কেন্দ্রে সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা রয়েছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM