বান্দরবানের রোয়াংছড়িতে জনসংহতি সমিতির (জেএসএস) কর্মী অংথুচিং মারমাকে (৩৮) বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার রোয়াংছড়ি উপজেলার সদর ইউনিয়নের থোয়াইঙ্গ্যাপাড়ার বাড়ি থেকে জনসংহতি সমিতির কর্মী অংথুচিং মারমাকে ডেকে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে অস্ত্রধারীরা। অংথুচিং স্থানীয় মংপ্রু থুই মারমার ছেলে।
খবর পেয়ে সেনাবাহিনী-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, মঙ্গলবার ভোরে অস্ত্রধারীরা পাড়ায় গিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অংথুচিংকে। পরে তাকে গুলি করে হত্যা করা হয়।
এদিকে জনসংহতি সমিতির নেতারা এ হত্যাকাণ্ডের জন্য মগ লিবারেশন পার্টিকে দায়ী করেছে।
প্রসঙ্গত, বান্দরবানে জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টির মধ্যকার আধিপত্যের দ্বন্দ্বে গত তিন মাসে স্থানীয় আওয়ামী লীগ নেতাসহ ৫ জন খুন হয়েছেন।
জয়নিউজ/আলাউদ্দিন/আরসি