স্বদেশে ফিরছেন ‘নিখোঁজ’ ভারতীয়

‘নিখোঁজ’ ভারতীয় নাগরিকের সন্ধান মিলেছে বালুছড়া ইসকন মন্দিরে।

- Advertisement -

নরেন্দ্র জেইন (৩১) নামের ওই ব্যক্তি ভারতীয় একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ব্যবসায়িক আলোচনা করতে ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান বিএসআরএমের সদরঘাট কার্যালয়ে গিয়েছিলেন।

- Advertisement -google news follower

শনিবার (৬ জুলাই) সকালে বের হওয়ার পর রাতে বালুছড়া ইসকন মন্দিরে তাকে পাওয়া যায় বলে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী জোন) নোবেল চাকমা জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে নরেন্দ্র জেইন বিএসআরএম সদরঘাট অফিস থেকে বের হয়ে যান। তার মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করতে না পেরে বিএসআরএমের সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) নুরুন্নবী তালুকদার সদরঘাট থানায় সাধারণ ডায়েরি করেন।

- Advertisement -islamibank

তিনি জানান, জেইন ধার্মিক প্রকৃতির লোক। তিনি কাউকে কিছু না বলে বালুছড়া ইসকন মন্দিরে চলে গিয়েছিলেন। রাত ১২টায় আমরা সেখান থেকে তাকে নগরে নিয়ে আসি। ভারতীয় হাই কমিশনের ব্যবস্থাপনায় রোববার (৭ জুলাই) তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়।

জয়নিউজ/পার্থ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM