তিনদিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় তিনি ঢাকা পৌঁছাবেন।
বুধবার (১০ জুলাই) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হোটেল ইন্টারকন্টিনেন্টালে গ্লোবাল কমিশন অন অ্যাডাপটেশনের (জিসিএ) ঢাকা বৈঠক উদ্বোধন করবেন। বান কি মুন ওই বৈঠকে যোগ দেবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, সন্ধ্যায় বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বুধবার শুরু হওয়া এ বৈঠকে যোগ দিতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কানাডার দূত প্যাট্রেসিয়া ফুলারসহ আরও অনেক বিদেশি প্রতিনিধি ঢাকায় আসছেন।
জয়নিউজ/আরসি