এরশাদের প্রথম জানাজা সম্পন্ন

প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রথম জানাজা ঢাকা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়েছে।

- Advertisement -

রোববার (১৪ জুলাই) বাদ জোহর এই নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

- Advertisement -google news follower

এছাড়া আরো তিনটি জানাজা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা সোমবার (১৫ জুলাই) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। এদিন বেলা সাড়ে ১১টায় মরদেহ জাতীয় পার্টির কাকরাইল আফিসে নেওয়া হবে ও বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তৃতীয় জানাজা হবে। পরে রাতে সিএমএইচ’র হিমঘরে রাখা হবে তাঁর মরদেহ।

এরপর মঙ্গলবার (১৬ জুলাই) সকাল ১০টায় হেলিকপ্টারযোগে রংপুরে নেওয়া হবে এরশাদের মরদেহ। সেখানে জেলা স্কুল মাঠে/ ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাজা শেষে দাফন করা হবে মরদেহ।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM