লোহাগাড়ার চুনতি ডেপুটি পাড়া এলাকায় গরু চোর সন্দেহে আব্দুর রহিম (৩৫) নামে একজনকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।
রোববার ( ২১ জুলাই) রাতে এঘটনা ঘটে।
এতে রহিম আহত হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। রহিমের বাড়ি কক্সবাজারের টেকনাফের নাজিরপুর এলাকায়।
জানা যায়, ২১ জুলাই রাত সাড়ে ১২টায় চুনতি ডেপুটি পাড়া এলাকায় জনৈক কাশেমের বাড়িতে কে বা কারা চুরি করতে যায়। এতে ঘটনাস্থলে আব্দুর রহিমকে দেখতে পেয়ে স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দেয়।
এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা তৈয়বুল হক বেদার জয়নিউজকে বলেন, কাশেমের ঘরে তিনজন গরু চুরি করতে গেছে বলে শুনেছি। তবে তাদেরকে গভীর রাতে আমরা দেখিনি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত আব্দুর রহিমকে উদ্ধার করে।
এ ব্যাপারে চুনতি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক পীযুষ চন্দ্র সিংহ জয়নিউজকে বলেন, আহত আব্দুর রহিমকে উদ্ধার করে আমরা হাসপাতালে ভর্তি করি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গরু চুরির সঙ্গে সম্পৃক্ত নই বলে জানান। এ ব্যাপারে তদন্ত চলছে।
আহত আব্দুর রহিম জানান, তিনি লোহাগাড়ার চুনতি তার নিকট আত্মীয়ের বাড়ি বেড়াতে এসেছিলেন।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. হানিফ জয়নিউজকে বলেন, রহিমকে মূর্মূর্ষ অবস্থায় রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তার অবস্থার অবনতি হলে আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।