আফগানদের বিপক্ষে টেস্ট চট্টগ্রামে

এক টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৭ আগস্ট ঢাকা পা রাখবে আফগানিস্তান ক্রিকেট দল। যেখানে ৫ থেকে ৯ সেপ্টেম্বর বন্দরনগরী চট্টগ্রামে হবে একমাত্র টেস্টটি। আর ঢাকায় হবে টি-টোয়েন্টি ম্যাচ।

- Advertisement -

যদি জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশ সফরে আসে তবে তিন জাতির টি-টোয়েন্টি সিরিজ হবে। আর জিম্বাবুয়ে না আসলে আফগানিস্তানের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ। যে তিনটি ম্যাচই হবে মিরপুরে।

- Advertisement -google news follower

বুধবার (৭ আগস্ট) বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আফগানিস্তান সিরিজ ও নভেম্বরে ভারত সফরের জন্য ঈদের পর ২০ আগস্ট থেকে কন্ডিশনিং ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। দুই সিরিজকে সামনে রেখে ৩৫ সদস্যের স্কোয়াড সাজাচ্ছেন নির্বাচকরা।

- Advertisement -islamibank

এদিকে ওই স্কোয়াডে পুরোনো একাধিক খেলোয়াড়কে ফেরানোর আভাস দিয়েছেন নির্বাচকরা। আবার প্রতিভাবান ও সম্প্রতি বিভিন্ন পর্যায়ের ক্রিকেটে ভালো করা ক্রিকেটাররা ডাক পাবেন বলে জানা গেছে।

টেস্ট শুরুর আগে আফগানিস্তান দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। ম্যাচটি বিকেএসপিতে অনুষ্ঠিত হবে।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM