বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হতে সাক্ষাৎকার দিচ্ছেন দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ক্রেইগ ডমিঙ্গো। বর্তমানে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন বলে জানা গেছে।
বুধবার (৭ আগস্ট) সকাল ১০টায় ঢাকায় আসেন ডমিঙ্গো৷ সাক্ষাৎকার দিয়ে আগামীকাল দেশে ফিরে যাবেন তিনি। এর আগে দক্ষিণ আফ্রিকা দলের সঙ্গে বাংলাদেশে এসেছিলেন প্রোটিয়াদের সাবেক এই কোচ।
২০১২ সালের ডিসেম্বর মাসে রাসেল ক্রেইগ ডমিঙ্গো দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের টি-টোয়েন্টি কোচের দায়িত্ব নেন। এরপর থেকে ২০১৩ সালের আগস্ট পর্যন্ত দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি দলের কোচের দায়িত্ব পালন করেন।
বোর্ডের একটি সূত্রে জানা গেছে যে, ডমিঙ্গো যদি অন্যান্য বিদেশি কোচদের মতো খণ্ডকালীন চাকরির শর্ত না দেন, তাহলে তাঁকে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রেখে দিতে পারে বিসিবি।