লক্ষ্মীপুরের ৮ গ্রামে ঈদুল আজহা উদ্‌যাপিত

লক্ষ্মীপুরে ৮টি গ্রামে আজ রোববার (১১ আগস্ট) পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হয়েছে।

- Advertisement -

সৌদি আরবের সঙ্গে সঙ্গতি রেখে প্রতিবছরের মতো এবারও জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও, জয়পুরা, বিঘা, দক্ষিণপাড়া এবং রায়পুর উপজেলার কলাকোপা, সদর উপজেলার বশিকপুর, পূর্ব পাঁচপাড়া ও মহাদেবপুরে ঈদুল আজহা উদ্‌যাপিত হয়।

- Advertisement -google news follower

সকাল সাড়ে ১০টায় রামগঞ্জের নোয়াগাঁও বাজারের তালিমুন কোরান নুরানী মাদ্রাসা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এখানে ঈদের নামাজ আদায় করেন ওইসব গ্রামের সহস্রাধিক মুসল্লি।

রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও বাজারের দক্ষিণ-পূর্ব নোয়াগাঁও ঈদগাহ ময়দানের খতিব মাওলানা আমিনুল ইসলাম জানান, মাওলানা ইসহাক (রা.) অনুসারী হিসেবে এসব এলাকার মানুষ পবিত্র ভূমি মক্কা ও মদিনার সঙ্গে সঙ্গতি রেখে ঈদসহ সব ধর্মীয় উৎসব পালন করে আসছে। এসব গ্রামের মুসল্লিরা দীর্ঘ ৩৯ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদ্‌যাপন করে আসছে।

- Advertisement -islamibank

জয়নিউজ/মনির

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM