ভারতে বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪৪ জনে। এরমধ্যে দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালাতেই বন্যায় এখন পর্যন্ত ৯৫ জন মানুষের মৃত্যু হয়েছে।
আন্তর্জাতিক সংবাদম্যধ্যমের খবরে বলা হয়, টানা ভারি বর্ষণের কারণে ভারতের কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য ভয়াবহ বন্যার কবলে পড়েছে। ওই চারটি রাজ্যের ১২ লাখ মানুষ এখন গৃহহীন হয়ে পড়েছেন।
কর্ণাটকে বন্যায় ৫৮ জনের প্রাণহানি ঘটেছে। বন্যা কবলিত ৬ লাখ ৭৭ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে সেখানকার রাজ্য সরকার।
এছাড়া গুজরাট এবং মহারাষ্ট্র মিলে এবারের বন্যায় ৯১ মানুষের মৃত্যু হয়েছে।