বিলাইছড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা।
বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা, মুক্তিযোদ্ধা শাক্যপ্রিয় বড়ুয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চাকমা, উপজেলা কৃষি কর্মকর্তা (ভার.) মেজবাহ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাসেল মার্মা ও সাধারণ সম্পাদক এসএম শাহিদুল ইসলাম।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা কর্মকর্তা নিখীলেশ চাকমা।
এ ছাড়াও বক্তব্য রাখেন বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সহপ্রধান শিক্ষক কাজল কান্তি দে এবং উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অমর কুমার তঞ্চঙ্গ্যা।
আলোচনা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এদিকে, পৃথকভাবে উপজেলা আওয়ামী লীগের আয়োজনেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়।