কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। দুই দেশের সীমান্তে উভয়পক্ষের গোলাগুলিতে বৃহস্পতিবার আটজন সেনা সদস্য নিহত হয়েছেন। এরমধ্যেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং পাকিস্তানে পারমাণবিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন।
শুক্রবার (১৬ আগস্ট) ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং রাজস্থানের পোখরানে সেনা মহড়া অনুষ্ঠানে বলেন, ‘এখনও পর্যন্ত পরমাণু অস্ত্র নিয়ে প্রথম ব্যবহার নীতিতে চলে না ভারত। তবে পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে এই নীতিরও পরিবর্তন হতে পারে।’
এদিকে জম্মু-কাশ্মীর ইস্যুতে দুই দেশের মধ্যে চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা।