৫ শীর্ষ তুর্কি সেনা কর্মকর্তার পদত্যাগ

তুরস্কে পাঁচ শীর্ষ তুর্কি সেনা কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে দেশটির বিরোধী দল নিয়ন্ত্রিত পত্রিকা চুমহুরিয়েত।

- Advertisement -

গত ১ আগস্ট তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নেতৃত্বে সর্বোচ্চ সামরিক পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সামরিক কর্মকর্তাদের পদোন্নতি, বরখাস্ত এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বদলির বিষয় নিয়ে আলোচনা করা হয়।

- Advertisement -google news follower

পদত্যাগকারী পাঁচ কর্মকর্তার মধ্যে একজন মেজর জেনারেল এবং বাকি চারজন ব্রিগেডিয়ার জেনারেল। অবসরে যাওয়া অনেক সামরিক কর্মকর্তা তুর্কি সেনাবাহিনীর পরিসর ছোট করার চেষ্টা করছেন বলে ওই বৈঠকে আলোচনা করা হয়।

এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানিয়ে ওই পাঁচ কর্মকর্তা পদত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে।

- Advertisement -islamibank

তবে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM