সীতাকুণ্ডে এক শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন আরও ১২ জন শ্রমিক।
শনিবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বার আউলিয়ায় জিরি সুবেদার শিপব্রেকিং ইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শ্রমিক হলেন মিরসরাইয়ের আমিনুল আসলাম (৫৬) ও পার্বত্য জেলা খাগড়াছড়ির তুষার চাকমা (২৭) ।
সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) মো. শামীম শেখ জয়নিউজকে বলেন, জাহাজে কাজ করার সময় রশি ছিঁড়ে পড়ে গিয়ে কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন। এর মধ্যে ২ জন মারা গেছেন। ৩ জন শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে
চমেক পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার জয়নিউজকে বলেন, বিকেল ৫টার দিকে আহত অবস্থায় কয়েকজন শ্রমিককে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে আমিনুল আসলাম (৫৬) ও তুষার চাকমাকে (২৭) ডাক্তার মৃত ঘোষণা করেন।
গুরুতর আহত আরো তিনজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে তিনি উল্লেখ করেন।