যুক্তরাষ্ট্রের টেক্সাসে নির্বিচার গুলিবর্ষণের ঘটনায় অন্তত পাঁচ জন নিহত হয়েছে। এক মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটল।
শনিবার (৩১ আগস্ট) স্থানীয় সময় ৩টার পর পশ্চিম টেক্সাসের মিডল্যান্ড ও ওডেসা শহরের মাঝামাঝি মিডল্যান্ড হাইওয়েতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও ২১ জন আহত হয়েছে।
বিবিসি জানিয়েছে, হাইওয়েতে টেক্সাস ডিপার্টমেন্ট অব পাবলিক সেইফটির দুই পুলিশ কর্মকর্তা বন্দুকধারীর গাড়িটি থামালে তাদেরই প্রথম গুলি করে বন্দুকধারী। এরপর গাড়ি চালিয়ে এগিয়ে গিয়ে বিভিন্ন স্থানে গাড়িতে থাকা লোকজন ও পথচারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এক পর্যায়ে সে তার গাড়ি ফেলে একটি পোস্টাল ট্রাক চুরি করে সেটি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
পরে একটি সিনেমা কমপ্লেক্সে পুলিশের গুলিতে নিহত হয় সে। মধ্য ত্রিশের শ্বেতকায় এই বন্দুকধারীর হামলার উদ্দেশ্য পরিষ্কার হয়নি।
মাত্র চার সপ্তাহ আগে টেক্সাসের এল পাসোতে আরেক বন্দুকধারীর নির্বিচার গুলিতে ২২ জন নিহত হয়েছিল।
জয়নিউজ/পিডি