প্রতিপক্ষ আফগানিস্তান। টেস্ট হারের প্রতিশোধ নেওয়ার এই তো সুযোগ! সাকিব-মুশফিকরা হারাতে পারবে তো রশিদদের! আপাতত সেই প্রশ্ন তোলা থাক।
রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরে বাংলা স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি সাকিব আল হাসানের বাংলাদেশ।
এই ম্যাচে টস জিতেছেন আফগানিস্তান অধিনায়ক রশিদ খান। প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন তিনি। অর্থাৎ বাংলাদেশ দল প্রথমে ফিল্ডিং করবে।
বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: রাশিদ খান (অধিনায়ক), আসগর আফগান, মোহাম্মদ নবী, হযরতউল্লাহ জাজাই, শরাফুদ্দিন আশরাফ, নাজিবউল্লাহ জাদরান, শহিদউল্লাহ কামাল, ফরিদ আহমেদ মালিক, শফিকউল্লাহ শাফাক, দৌলত জাদরান, নাভিন-উল হক এবং রহমানউল্লাহ গুরবাজ।