আফগানিস্তানের বিরুদ্ধে লজ্জার পরাজয়ের পর পরিবর্তন এসেছে বাংলাদেশ দলে। দ্বিতীয় টি-টোয়েন্টির পর সোমবার (১৬ সেপ্টেম্বর) ১৫ সদস্যের নতুন দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ঘোষিত দলে নেই সৌম্য সরকার। একইসঙ্গে বাদ পড়েছেন শেখ মেহেদী হাসান, ইয়াসিন আরাফাত মিশু এবং আবু হায়দার রনি। সুযোগ পেয়েছেন রুবেল হোসেন, শফিউল ইসলাম, নাইম শেখ, আমিনুল বিপ্লব এবং নাজমুল হোসেন শান্ত।
এদিকে জিম্বাবুয়ের বিরুদ্ধে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের বেস্ট ইলেভেনেও একাধিক পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচকরা।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, শফিউল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আমিনুল বিপ্লব এবং নাজমুল হোসেন শান্ত।
জয়নিউজ