নগরের কোতোয়ালিতে খালের উপর ওয়েল ফুডের শোরুম নির্মাণ করায় তা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ অভিযান পরিচালিত হয়। জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে সিমেন্ট ক্রসিং এলাকায় খালের ওপর গড়ে তোলা রুবি সিমেন্টের স্থাপনাও উচ্ছেদ করা হয়। এছাড়াও অভিযানে নগরের চারটি খালের ওপর গড়ে তোলা প্রায় ৫০ থেকে ৫৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
সিডিএর সহকারী প্রকৌশলী হামিদুল হক বলেন, খালের উপর গড়ে উঠায় ৫৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
‘অভিযানে সিমেন্ট ক্রসিং এলাকায় খালের ওপর গড়ে তোলা রুবি সিমেন্টের একটি টিনশেড স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পাশাপাশি কোতোয়ালি মোড়ে ফিরিঙ্গীবাজার খালের ওপর ওয়েল ফুডের শো-রুমটির কিছু অংশও ভাঙা হয়েছে।’