রোটারী ক্লাব অব চিটাগাং কমার্শিয়াল সিটির ৪২তম পাক্ষিক সভা শুক্রবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
ক্লাব সভাপতি রোটারিয়ান মোঃ শাহীন আলম সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি বক্তা ছিলেন নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক।
বিজয় বসাক বলেন, দেশে মাদকের ভয়াবহ গ্রাসে যুবসমাজ আজ অস্থির, বিপদগামী। তারা নানা অপকর্মে লিপ্ত হওয়ায় সমাজের শান্তি বিনষ্ট হচ্ছে। মাদকাসক্তের পরিবারগুলো এক দুর্বিসহ জীবন যাপন করছে।
এসময় তিনি সমাজে দুস্থ, অসহায় ও পিছিয়ে পরা জনগোষ্ঠীর মধ্যে শিক্ষা, চিকিৎসা, স্যানিটেশন ও কর্মসংস্থানে সহায়তা করায় রোটারিয়ানদের প্রশংসা করেন। সেইসঙ্গে এ ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যহত রাখার আহবান জানান।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন, পাস্ট ডিস্টিক সেক্রেটারী রোটাঃ এস কে আজিম পিন্ট, এ্যাসিস্ট্যান্ট গর্ভণর সৈয়দ আসার মাহমুদ, পাস্ট এ্যাসিস্ট্যান্ট গভর্ণর রোটারিয়ান রেজাউর রহমান খোকন, আরসি চট্টগ্রাম মেরিন সিটির প্রেসিডেন্ট রোটাঃ ক্যাপ্টেন ফয়সাল আজিম, আরসি চট্টগ্রাম ডাউনটাউনের প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ, আরসি কর্মাশিয়াল সিটির আইপিপি রোটাঃ আবসারুল হক, ভিপি রোটাঃ ডাঃ বেলাল মাহমুদ, ভারপ্রাস্ত সেক্রেটারী সাবেক বাশঁখালী পৌরসভার মেয়র শেখ ফখরুদ্দিন চৌধুরী, ডাইরেক্টর ডাঃ বাসু রাজ চৌধুরী প্রিন্স, ডাইরেক্টর প্রকৌশলী মোঃ এমরান হোসেন, ডাইরেক্টর আব্দুল্লাহ আল স¦াদ, অতিথি- রবীন্দ্র সঙ্গীত শিল্পী সুর্পনা মুৎসুদ্দি, জনাব দাউদ হায়দার, প্রকৌশলী শাহীন চৌধুরী, রোটাররর্যক্টর তাসলিম হাবিবা আনজুম , শাকিল ইমন, সাদ্দাম হোসাইন, আইরিন আফরোজ, মিনার মন্ডল প্রমুখ।–বিজ্ঞপ্তি
জয়নিউজ/পিডি