গণস্বাক্ষর কর্মসূচিতে এসে মাদক ব্যবসা ছাড়লেন রহিমা ও শাহিনা

নগরের ডবলমুরিং সরাইপাড়া ওয়ার্ডের ঝর্ণাপাড়া এলাকায় মাদকবিরোধী গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। এসময় মাদকব্যবসায়ী রহিমা এবং শাহিনা নামে দুই যুবতী অনুষ্ঠানে এসে আর মাদকব্যবসা করবে না বলে অঙ্গীকার করেন।

- Advertisement -

শুক্রবার (১১ অক্টোবর) দুপুরে ‘ঝর্ণাপাড়া সচেতন যুব সমাজ” এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়েছে।

- Advertisement -google news follower

পরে পশ্চিম ঝর্ণাপাড়া, জোড় ডেবার পাড়, নবী চৌধুরী রোডসহ বেশ কয়েকটি এলাকায় এ প্রচারণা চালানো হয়।

গণ-স্বাক্ষরপূর্বক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। যা প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে একটি সমাজ তথা জাতিকে। বিশেষ করে এ মাদকের সঙ্গে যুব সমাজ জড়িয়ে পড়ায় এর প্রভাব পড়ছে পুরো সমাজে। তাই কেউ যাতে মাদকদ্রব্য ক্রয়, বিক্রি ও ব্যবহারে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে পরিবারের অভিভাবকদের আরো সচেতন হবার আহ্বান জানান।

- Advertisement -islamibank

সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর শামসুল আলম, সমাজ কমিটির সর্দার আবু জাহের সেকু, হাজী মাহাবুব আলম, সমাজসেবক মাহাবুব আলম, রুবেল আহমেদ বাবু, আলী হোসেন, জাহেদুল আলম মুরাদ, আনোয়ার হোসেন, মোমিনুল আলম শাহিন, সেলিম উল্ল্যাহ ও সাজ্জাদ।

জয়নিউজ/পার্থ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM