শিক্ষকতা পেশার নানান দিক নিয়ে চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) অনুষ্ঠিত হলো ‘পেশা যখন শিক্ষকতা: প্রেক্ষিত বর্তমান’ শীর্ষক সেমিনার।
সম্প্রতি সিআইইউর ইংরেজি বিভাগ ক্যাম্পাসের অ্যামেরিকান কর্ণারে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের বিভিন্ন শিক্ষকদের পাশাপাশি শিক্ষকতা পেশায় আসতে আগ্রহী এমন অনেকেই উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের বন্ধুত্বমূলক আচরণ, ক্লাসরুমের পড়াকে সুখপাঠ্য করা, বেশি বেশি ছাত্রদের অভিমত জানার চেষ্টা, গবেষণাধর্মী ও তথ্যমূলক বক্তব্য উপস্থাপন, সমাজ পরিবর্তনে শিক্ষকদের ভূমিকা, অংশগ্রহণমূলক শিক্ষায় ইংরেজি বিভাগের শিক্ষকদের করণীয়সহ শিক্ষকতার পেশার বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সিআইইউর ইংরেজি বিভাগের প্রভাষক আশিকুর রহমান বক্তব্যে বলেন, ক্লাসরুমের পড়া হবে অংশগ্রহণমূলক। এক কথায় ছাত্রবান্ধব।
তিনি আরও বলেন, জ্ঞানের গভীরতার সঙ্গে যদি দক্ষতার সমন্বয় ঘটানো যায় তাহলে শিক্ষার্থীরা সেই পড়া খুব সহজেই গ্রহণ করেন। শিক্ষক ক্লাসে নেই অথচ ছাত্র-ছাত্রীরা নিজের আপন মনে দলগতভাবে স্টাডি করছেন-এমন চিত্র প্রতিষ্ঠা করতে হবে।
সেমিনারে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের প্রধান সার্মেন রড্রিক্স, সহকারী অধ্যাপক রিফাত তাসনিম, প্রভাষক শাকিলা মোস্তাক ও রিফাত আহমেদ প্রমুখ।