চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ভর্তিচ্ছু এক শিক্ষার্থীকে র্যাগ দেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে তাদের হাটহাজারী থানায় পাঠানো হয়। অভিযুক্ত তিনজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
শনিবার (২৬ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের সামনে থেকে তাদের আটক করে প্রক্টরিয়াল বডি।
আটকরা হলেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের জিহাদ হাসান, লোক প্রশাসন বিভাগের আরশিল আজিম নিলয় এবং আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আরাফাত রহমান। তিনজনই প্রথম বর্ষের ছাত্র।
বিষয়টি নিশ্চিত করে সহকারী প্রক্টর রেজাউল করিম জয়নিউজকে বলেন, সোর্সের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। খবরের সত্যতা পেয়ে তাদের হাতেনাতে আটক করি। পরে তাদের হাটহাজারী মডেল থানায় পাঠিয়ে দিই।