মিসরের শারম আল শেখ বিমানবন্দরে অবতরণের পরপরই একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিমানটিতে ১৮৯ যাত্রী ও সাতজন ক্রু ছিলেন। এতে অল্পের জন্য বেঁচে গেলেন বিমানের ১৯৬ যাত্রী।
বুধবার (১৩ নভেম্বর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইউক্রেন থেকে স্কাইআপ এয়ারলাইন্সের বোয়িং৭৩৭-৮০০ বিমানটি সমুদ্র তীরবর্তী ওই বিমানবন্দরে অবতরণের সময় আগুন ধরে যায়। তবে বিমানবন্দরের জরুরি সার্ভিসেরকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলেন। বিমানের যাত্রী ও ক্রুদের নিরাপদে বের করে আনা হয়।
অবতরণের বিমানটির হাইড্রোলিক ফ্লুইড লিকেজ হয়। ফলে বিমানটির হট ব্রেকে সেই ফ্লুইড ছড়িয়ে পড়ায় দ্রুত আগুন ধরলে এ ঘটনা ঘটে।