ধর্মঘটের কারণে একদিন বন্ধ থাকার পর চট্টগ্রামে বন্দরে ফের স্বাভাবিক হতে শুরু করেছে পণ্য পরিবহন কর্যক্রম।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকেই বন্দর খেকে প্রাইমমুভার-কাভার্ডভ্যনগুলো পণ্য পরিবহন শুরু করছে ।
চট্টগ্রাম বন্দর সচিব মো. ওমর ফারুক জয়নিউজকে বলেন, ধর্মঘট প্রত্যাহারের পর পর থেকে পণ্য পরিবহন স্বভাবিক হয়েছে। সকাল থেকে বন্দরে গাড়ি আসতে শুরু করেছে।
প্রসঙ্গত, কার্যকর হওয়া সড়ক আইনে ক্ষতিগ্রস্ত হচ্ছে উল্লেখ করে ট্রাক-কাভার্ডভ্যান পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ বুধবার (২০ নভেম্বর) থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেয়। তবে বুধবার রাত সোয়া একটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ধানমন্ডির বাসায় সংবাদ সম্মেলনে এ ধর্মঘট প্রত্যাহার করে নেন। এর আগে শ্রমিক নেতারা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায় চার ঘণ্টা বৈঠক করেন।
জয়নিউজ/হিমেল/পিডি