সংবিধান পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শরীয়ত আলম শরীফ আর নেই

মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের বীর সৈনিক সংবিধান পদকপ্রাপ্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার কমান্ডার শরীয়ত আলম শরীফ আর নেই (ইন্না—-রাজেউন)।

- Advertisement -

বুধবার (২০ নভেম্বর)  রাত ১০টা ৪৫ মিনিটের দিকে ঢাকার সামরিক হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

- Advertisement -google news follower

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনের এই সৈনিক বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হিসেবে অবসর গ্রহণ করেন।

শরীয়ত আলম মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অনেক গুণগ্রাহী রেখে যান। তিনি জয়নিউজের ঢাকা অফিসের ব্যুরোপ্রধান এবং ঢাকা নিকেতন সোসাইটির নির্বাহী সদস্য আবু নাঈম মোহাম্মদ শাকিলের পিতা।

- Advertisement -islamibank

মুক্তিযোদ্ধা শরীয়ত আলম শরীফের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, জয়নিউজ সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন, নিকেতন সোসাইটির কর্মকর্তারাসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

আজ বাদ আছর নিকেতন সোসাইটি কেন্দ্রীয় মসজিদে মরহুমের জানাযা শেষে মরদেহ দাফন করা হবে।

জয়নিউজ/পিডি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM