শরীরের জন্য অত্যন্ত উপকারী একটি সবজি মুলা। শীতকালীন এ সবজিতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, সোডিয়াম এবং ভিটামিন সি রয়েছে। এতে থায়ামিন, নিয়াসিন, রিবোফ্লাভিন, ফলিক এসিড এবং ভিটামিন বি ৬, এ এবং কে রয়েছে।
এছাড়া এটি আয়রন, ম্যাগনেশিয়াম, ফসফরাস এবং জিঙ্কেরও ভাল উৎস। মুলা লিভার এবং পাকস্থলীর জন্য দারুণ উপকারী। এটি শরীর পরিষ্কার করতে প্রাকৃতিকভাবে কাজ করে।
মুলা শরীর থেকে টক্সিন পদার্থ বের করে রক্ত পরিশুদ্ধ করতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, মুলা জন্ডিস রোগীদের জন্য খুব উপকারী। এটা বিলিরুবিন নিয়ন্ত্রণে ভূমিকা রাখে।
এত গুণসম্পন্ন মুলার বাজারেও আগুন। মাত্রই বাজারে আসার ফলে দাম অনেকটা চড়া। তবে ন্যায্য দাম পাচ্ছেন না পাইকারি বিক্রেতারা। তাদের কাছ থেকে কম দামে কিনে এনে শহরে বেশি দামে বিক্রি করছে খুচরা বিক্রেতারা। আর পাইকারি বাজারগুলোতে ক্রেতাদের আশায় এভাবে মুলার ভার নিয়ে বসে আছে বেপারিরা।
ছবিগুলো দোহাজারি রেলস্টেশন পাইকারি বাজার থেকে তোলা।