খাগড়াছড়ির রামগড়ে রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে পুড়ে গেছে ছয় বসতঘর।
বুধবার (১১ মার্চ) দুপুরে বৈরাগীটিলায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন শিকদার জয়নিউজকে বলেন, মো. আলাউদ্দিন, মো. ইউনুস, মো. তাজুল ইসলাম, মো. সিরাজুল হক, মো. সাদ্দাম হোসেন ও মো. ইমাম হোসেনের বসতঘর পুড়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ ৬/৭ লাখ টাকার মত হবে বলে বলেন তিনি।
খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারী, মেয়র কাজী শাহজাহান রিপন, নারী ভাইস চেয়ারম্যান হাসিনা বেগম, প্যানেল মেয়র আহসান উল্ল্যাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুজ্জামান, নারী কাউন্সিলর কনিকা বড়ুয়া ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। এ সময় পৌর মেয়র ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে আর্থিক সহযোগিতা দেন।
রামগড় ফায়ার সার্ভিস কর্মকর্তা ডলার ত্রিপুরা বলেন, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর আগেই ছয়টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।