চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটিতে সংগঠনের গঠনতন্ত্র মানা হয়নি বলে দাবি করে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ। গত ৪ মার্চ দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
বুধবার (১৮ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে দক্ষিণ জেলার ছাত্রলীগকর্মীরা।
ঘোষিত কমিটিতে অনৈতিক লেন-দেনের মাধ্যমে এক তৃতীয়াংশ অনুপ্রবেশকারীদের সুযোগ করে দেওয়া হয়েছে বলে দাবি করছে ছাত্রলীগ।
মানববন্ধনে তারা বলেন, যারা জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলার পথকে মসৃণ রাখার জন্য দক্ষিণ জেলা ছাত্রলীগ করি, আমরা এই বিতর্কিত কমিটি মেনে নেইনি। আমরা বিতর্কিতদের সব তথ্য-উপাত্ত কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সেলে জমা দিয়েছি।
মানববন্ধনে উপস্থিত ছিলেন মিজানুর রহমান সিনিয়র সহসভাপতি, আবুল কালাম আজাদ সহসভাপতি, তানিম মান্নান সহসভাপতি, মো. ফরহাদ সহসভাপতি, চৌধুরী তানভির যুগ্ম সাধারণ সম্পাদক, রিদুয়ান লাভলু যুগ্ম সাধারণ সম্পাদক, হোছাইন মোহাম্মদ সাংগঠনিক সম্পাদক ও রিপন তালুকদার সহসম্পাদক।