বান্দরবানে কোয়ারেন্টাইনে ৭ জন

করোনাভাইরাসের সংক্রামক ঠেকাতে বান্দরবানে সাতজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগের নিয়ম না মানায় লামায় ১ জনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে বিষয়টি জয়নিউজকে নিশ্চিত করেছে সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা।

- Advertisement -google news follower

তিনি বলেন, করোনাভাইরাস সংক্রামক ঠেকাতে সাতজনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারমধ্যে সদর হাসপাতালে চীন ফেরত নারীসহ ৪ জন, থানচিতে মিয়ানমার ফেরত ২ জন এবং আলীকদমে ১ জন।

‘অপরদিকে লামায় স্বাস্থ্য বিভাগের নিয়ম মেনে হোম কোয়ারেন্টাইনে না থাকায় মালয়েশিয়া প্রবাসী একজনকে ৫ হাজার টাকা জরিমানা করেছে লামা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নূরে জান্নাত রুমির নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত।

- Advertisement -islamibank

এদিকে বান্দরবান সদর হাসপাতালসহ জেলার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গত এক সপ্তাহে কোনো সর্দি-কাশির রোগী ভর্তি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. প্রত্যুষ পাল জানান, সর্দি-কাশি সাধারণ রোগ। স্বাভাবিকত কোনো সর্দি-কাশির রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়না। টোকেন স্লিপ নেওয়া রোগীদের হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা দেখে প্রয়োজনীয় ঔষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়। তাই সদর হাসপাতালে সর্দি-কাশির কোনো রোগী ভর্তি নেই।

তবে সাধারণ রোগের জন্য রোগীদের আপাতত হাসপাতালমুখী হয়ে ভীড় সমাগম না ঘটানোর জন্য পরামর্শ দিয়েছেন এ চিকিৎসক।

জয়নিউজ/শাহরিয়ার/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM